ইউটিউব এর পরিচিতি
সূচিপত্র ১
রাজু আলম: এই মুহূর্তে বিশ্বের ১ নম্বর ভিডিও শেয়ারিং প্লাটফর্ম হলো ইউটিউব। ইউটিউব হলো এমন একটি ভিডিও শেয়ারিং প্লাটফর্ম যেখানে যে কেউ চাইলেই ভিডিও শেয়ার করতে পারে। ইউটিউব সবার জন্য উমুক্ত , দরকার শুধু মাত্র একটি জিমেইল আইডি বা একাউন্ট। যেহেতু ইউটিউব এ ভিডিও ক্রিয়েটর দের ভিডিও শেয়ার করার মাধ্যমে কার্য কলাপ সম্পাদন করা হয় , সেহেতু ইউটিউব কে “ভিডিও শেয়ারিং প্লাটফর্ম ” বলা হয়।
ইউটিউব এ প্রতি মিনিট ৩০০ ঘন্টার ও বেশি ভিডিও আপলোড করা হয়। বিশ্ব ব্যাপী ইউটিউবে প্রতিদিন প্রায় ৫ বিলিয়ন ভিডিও দেখা হয়। ৭৬ টিরও বেশি ভাষায় ইউটিউব এ ভিডিও প্রচারিত হয়।
যেহেতু আর্টিকেলটি বাংলা ভাষায় , তাই এখানে বাঙালি তথা বাংলা ভিডিও ক্রিয়েটর দের আলোচনা প্রাধান্য স্বাভাবিক। ইউটিউব এ বাংলা ভিডিও ক্রিয়েট বা বাংলা কনটেন্ট নিয়ে পূর্বে বেশি কাজ না হলেও , বর্তমানে অনেক বাংলা ভিডিও ক্রিয়েটর খুব ভালো কাজ করছে এই জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্লাটফর্মে। বর্তমানে প্রায় সমস্ত ক্যাটেগরিতে খুব ভালো ভালো বাংলা কনটেন্ট ক্রিয়েটর কাজ করছে দাপটের সাথে এবং মাস শেষে উপার্জন করছে আমেরিকান ডলার।
ইউটিউব এ একটি একাউন্ট করা অতি সহজ একটি বিষয় , সময় লাগে ৫-১০ মিনিট। যার ফলে এর জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে বহুগুন। আমরা কম বেশি সবাই জানি ইউটিউব “গুগল ” নামক একটি ইন্টারনেট নির্ভর একটি জায়েন্ট কোম্পানির প্রোডাক্ট , যদি ইউটিউব এর জন্ম লগ্ন থেকে এটি “গুগলের ” প্রোডাক্ট বা মালিকাধীন ছিল না। এই আর্টিকেলের পরবর্তী সময়ে “ইউটিউব এর ইতিহাস ” পর্যালোচনা করার সময় আমরা বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানবো। ” গুগলের ” একটি একাউন্ট দিয়ে যেহেতু অনেকগুলি সার্ভিস নিয়ে কাজ করা যায় ,তাই সাধারণ মানুষের মধ্যে এর জনপ্রিয়তাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে বলাই বাহুল্য।
ইউটিউব শুধুমাত্র যে ভিডিও দেখার ও ভিডিও শেয়ার করার বিষয়টি একটি ভিন্ন মাত্রা দিয়েছে তাই নয় , ইউটিউব বহু বেকার যুবক – যুবতীর দিয়েছে অর্থ উপার্জনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যমও। অনেকেই আছেন যারা এই প্লাটফর্মে নিজের ক্যারিয়ার তৈরি করতে চান বা একজন ভিডিও ক্রিয়েট হিসাবে নিজেকে সফল করতে চান, কিন্তু তাদেরকে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয় ; যেমন কোথা থেকে শুরু করবো ? কি দিয়ে শুরু করবো ? ইউটিউব এর শর্তাবলী কি ? কপিরাইট কি ? ইত্যাদি।
আমি এই আর্টিকেলে চেষ্টা করেছি এই সব বিষয়ের সকল উত্তর ধাপে ধাপে ও সহজ সাধ্য ভাবে সাধারণের মধ্যে তুলে দিতে। যদিও অনেক ভিডিও ক্রিয়েটর বিভিন্ন ভিডিওর মাধ্যমে বিষয়গুলি বলার চেষ্টা করলেও , সকল বিষয়গুলি একত্রিত করে কোথাও ভালো ভাবে আলোচনা করা হয় নি।
বর্তমান সময়কে আমরা “ডিজিটাল সময় ” বলি বিশেষত ভারতবর্ষ এখন “ডিজিটাল ভারতবর্ষ ” নামে বিশ্বের মানচিত্রে একটি পরিচিত মুখ। মোবাইল ফোন এখন সবার হাতে হাতে , তার সাথে এন্ড্রোইড টেকনোলজি মোবাইলকে পরিণত করেছে সুপার ডিজিটাল ডিভাইস হিসাবে। তার সাথে ভারতবর্ষের মতো দেশে ইন্টারনেটের সহজ লভ্যতা বিষয়টিকে করে তুলেছে আরো ডিজিটাল , যার ফলে ভিডিও ক্রিয়েটর ও ভিডিও ভিউয়ার দের সংখ্যাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে ; সাথে সাথে বৃদ্ধি পাচ্ছে প্রতিযোগিতারও। আর এই প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে গেলে বিষয়টি সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা থাকা অত্যান্ত জরুরি।
উপরোক্ত আলোচনা থেকে আশা করি আপনারা বুঝতে পারছেন যে ইউটিউব শুধুমাত্র একটি “ভিডিও শেয়ারিং ” প্লাটফর্ম নয় , এটি একটি অর্থ উপার্জনের মাধ্যমও বটে।
আবার ইউটিউব কে শুধুমাত্র অর্থ উপার্জনের মাধ্যম বললেও ভুল হবে কারণ ইউটিউব এর মাধ্যমে আপনি সহজেই একজন ইউটিউব সেলেব্রিটি হয়ে উঠতে পারেন। এক কথায় বলতে গেলে ইউটিউব আপনাকে আপনার প্রতিভার মূল্যায়ন করে ” অর্থ ও খ্যাতি ” উভয় এনে দিতে পারে। কিন্তু ইউটিউব ক্যারিয়ার শুরু করার সময় আপনাকে অনেকগুলি প্রশ্নের সম্মুখীন হতে হবে , আর আপনার সে সকল প্রশ্নের সঠিক ও সহজলভ্য উত্তর পাবেন এই বইটিতে/আর্টিকেলে । পাঠকদের সুবিধার জন্য প্রতিটি বিষয় নিয়ে চুলচেরা বিশ্লেষণ ও গবেষণা করে ” কম্পিউটার স্ক্রিন শর্ট ” সহ আলোচনা করা হয়েছে , যাতে পাঠকরা সহজেই প্রতিটি বিষয় সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা পেতে পারে। কোনো বিষয় সম্পর্কে বুঝতে অসুবিধা হলে সরাসরি আমাকে ইমেইল করা যেতে পারে।
***পরবর্তী অধ্যায় : ইউটিউব এর ইতিবৃত্ত ( প্রকাশিত হবে শীগ্রই )
রাজু আলম
email : [email protected]
Best Sellers in Sports, Fitness & Outdoors
RIVER Collection launch: Latest styles from your favourite designers | Made for Amazon | Up to 20% off - Launching on 1st Dec.
Best Sellers in Office Products
Best Sellers in Shoes & Handbags
Best Sellers in Music
Best Sellers in Industrial & Scientific
Best Sellers in Computers & Accessories
Best Sellers in Home & Kitchen
Best Sellers in Kindle Store
Best Sellers in Software
Best Sellers in Video Games
Best Sellers in Watches