ডিজিটাল ডেস্ক : সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর উদ্দেশ্যই হচ্ছে সার্চ ইঞ্জিনের কাছে ওয়েবসাইটের পরিচিতি ভালভাবে তুলে ধরা। শীর্ষ সার্চ ইঞ্জিন গুগল সবসময়ই এবিষয়ে তথ্য দিয়ে সাহায্য করে। কিভাবে ওয়েবসাইট তৈরী/পরিচালনা করলে সার্চ ইঞ্জিনে ভাল ফল পাওয়া যাবে সেকথা যেমন বলা হয় তেমনি কোন কোন কাজ করতে নিশেধ করা হয়। হয়ত উল্লেখ করা প্রয়োজন নেই সেই নিয়ম না মানলে তারা সেই সাইটের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা নেয়।
গুগলের ওয়েবমাষ্টার গাইডলাইন নামের নিয়মগুলি এখানে তুলে ধরা হচ্ছে।
হিডেন টেক্সট বা হিডেন লিংক ব্যবহার করবেন না
যে কিওয়ার্ডগুলি মানুষ বেশি খোজ করে সেগুলি সম্পর্কে জানা খুব সহজ। সমস্যা হয় যদি নির্দিষ্ট ওয়েবসাইটের সাথে সেই কিওয়ার্ড যদি না মেলে তখন অনেকে সেটা এমনভাবে ব্যবহার করেন যা সাইটে দেখা যাবে না। ব্যাকগ্রাউন্ড কালারের সাথে টেক্সট কালার এক রেখে কিংবা অন্য কোনভাবে এটা করে মনে করা হয় সার্চ ইঞ্জিন সেটা ব্যবহার করে সাইটকে প্রাধান্য দেবে। বাস্তবতা হচ্ছে সার্চ ইঞ্জিন এধরনের কাজের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা নেয়।
সার্চ ইঞ্জিন খুজে পাওয়ার জন্য হয়ত একটি পেজ ব্যবহার করা হল, সাইটে যাওয়ার পর ভিজিটরকে পাঠানো হল আরেকটি পেজে। একে বলা হয় স্নিকিং। ভিজিটর যা দেখার জন্য সাইটে গেছেন তার বদলে ভিন্ন বিষয় দেখানোর এই ব্যবস্থাকে গুগল খারাপ চোখে দেখে।
গুগলে অটোমেটেড কয়ারি পাঠানো
সার্চ ইঞ্জিনের স্পাইডার নিজে থেকেই সাইটে স্ক্রল করে সেখানকার বিষয়গুলি দেখে নেয়। একাজ দ্রুত করার জন্য কোন সফটঅয়্যার ব্যবহার করা তারা পছন্দ করে না। উল্লেখ করা যেতে পারেন অনেকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের অনেক লোভনীয় বিজ্ঞাপন প্রচার করেন। গুগল স্বিকৃত পদ্ধতি বা সফটঅয়্যার ছাড়া অন্যকিছু ব্যবহারের বিপক্ষে।
একই লেখা একাধিকবার ব্যবহার করবেন না
একই লেখা বারবার ব্যবহার করে ভিন্ন পেজ তৈরী, ডোমেন-সাবডোমেন ব্যবহার ইত্যাদি করবেন না।
ক্ষতিকর কিছু ব্যবহার করবেন না
কোন পেজে ভাইরাস, ট্রোজান কিংবা স্প্যাম জাতিয় কোনকিছু ব্যবহার করবেন না।
ডোরওয়ে পেজ ব্যবহার করবেন না
নির্দিষ্ট কিছু কিওয়ার্ড ব্যবহার করে নিম্ন মানের অনেক পেজ তৈরী করাকে বলে ডোরওয়ে পেজ। ধরে নেয়া হয় এরফলে সার্চ ইঞ্জিন বহু কন্টেন্ট আছে এভাবে সাইটের পরিচিতি প্রকাশ করবে। সাধারনত এফিলিয়েটেড মার্কেটিং এর সময় এটা করা হয়। সার্চ ইঞ্জিন একে ভাল চোখে দেখে না।
এফিলিয়েট প্রোগ্রাম ব্যবহারের সময় সত্যিকারের প্রয়োজনীয় তথ্য রাখুন
ওয়েবসাইট থেকে আয়ের জন্য এফিলিয়েট প্রোগ্রাম জনপ্রিয় একটি পদ্ধতি। এ কাজের সময় সাইটে এমন গুরুত্বপুর্ন তথ্য রাখুন যেন তথ্যের কারনে ভিজিটর সাইট ব্যবহার করেন।
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মুলকথা হচ্ছে সাইটে গুরুত্বপুর্ন, উপকারি বিষয় রাখা। ভিজিটর সেগুলি যত বেশিবার ব্যবহার করবেন, বেশি সময় ব্যবহার করবেন সাইটের অবস্থান তত ওপরের দিকে যাবে। সার্চ ইঞ্জিনকে ঠকানোর চেষ্টা করা বোকামি। ফল হিসেবে একসময় নিজেকেই ক্ষতিগ্রস্থ হতে হয়।

Best Sellers in Sports, Fitness & Outdoors
RIVER Collection launch: Latest styles from your favourite designers | Made for Amazon | Up to 20% off - Launching on 1st Dec.
Best Sellers in Office Products
Best Sellers in Shoes & Handbags
Best Sellers in Music
Best Sellers in Industrial & Scientific
Best Sellers in Computers & Accessories
Best Sellers in Home & Kitchen
Best Sellers in Kindle Store
Best Sellers in Software
Best Sellers in Video Games
Best Sellers in Watches