আপনি কিভাবে CPA মার্কেটিং শুরু করবেন সে বিষয়ে আজ কথা বলবো।সাধারনত CPA মার্কেটিং এর
অফার গুলোর প্রমোশন, ল্যান্ডিং পেজ অথবা ওয়েবসাইটের মাধ্যমে করা হয়ে থাকে । নিম্নোলিখিত ভাবে
ধাপে ধাপে কাজ করলে সিপিএ মার্কেটিং করা যায় তাহলে শুরু করি:
ধাপ ১ম: নিশ এবং অফার সিলেক্ট করা:
1.প্রথমে নিশ সিলেক্ট করতে হবে।
2.অনেক অফার আর অনেক মার্কেটপ্লেসের মধ্যে কোনটি সিলেক্ট করা হবে তা নিচের দেয়া সাইটটি
ভিজিট করে সহজে বাছাই করা যাবে। https://www.offervault.com/
3.ওয়েবসাইট টি থেকে জেনে নেওয়া যাবে কোনো একটি মার্কেটপ্লেসের ডিটেলস এবং কোন কোন
অফারের পেমেন্ট কেমন। ধরাযাক এখান থেকে সিলেক্ট করা হয়েছে হেলথ নিশ । তাহলে হেলথ লিখে সার্চ
বক্স-এ সার্চ দেওয়া হলে এখন এইখানে সব হেলথ রিলেটেড টপ অফার গুলো শো করবে। লিস্ট থেকে যে
অফার ভালো লাগবে সেটিতে ক্লিক করতে হবে। অফারটিতে ক্লিক করার পর ডিটেলস শো করবে।
অফারটির ডিটেলস জানার পর যদি মনে হয় যে অফারটি নিয়ে কাজ করা যাবে তাহলে অফারটির ফুল
ল্যান্ডিং পেজ চেক করে নিতে হবে ।কারণ ল্যান্ডিং পেজ যদি মানসম্মত না হয় তাহলে লিড কম আসবে ।
ধাপ ২য় : মার্কেটপ্লেসে জয়েন করতে হবে:
1.নিশ এবং অফার সিলেক্টশন হয়ে গেলে। এইবার মার্কেটপ্লেস এ জয়েন করতে হবে ।
2. যে অফার টি সিলেক্ট করা হয়েছে সেই অফারটি যে মার্কেটপ্লেসে রয়েছে সে মার্কেটপ্লেসে জয়েন করতে হবে।
3. এক এক মার্কেট প্লেসের জয়েনিং রেকোয়ার্মেন্টস এক এক ধরণের হয়ে থাকে ।
4. তবে যেগুলোতে জয়েন করা সহজ CPA মার্কেটিং করার জন্য শুরুর দিকে এমন মার্কেটপ্লেস গুলোতে জয়েন করা উচিত।
ধাপ ৩য়: পছন্দ করা অফার প্রমোশন করতে হবে:
নিশ সিলেক্ট, মার্কেটপ্লেস সিলেক্ট এবং অফার সিলেক্ট কমপ্লিট এইবার অফারটি প্রমোট করতে হবে ।
CPA মার্কেটিং অফার প্রমোট করা যায় দুইভাবে হয়ে থাকে তা হলো:
১) ল্যান্ডিং পেজ
২) ওয়েবসাইট
১) ল্যান্ডিং পেজ অফার প্রমোট:
শুরুতে অফার যদি অফারের ল্যান্ডিং পেজের মাধ্যমে অফার প্রমোট করি ,তাহলে কোন ইমেইল লিস্ট
গুলো থাকবে না । আমরা কেন ইমেইল কালেক্ট করে রাখবো? ধরা যাক আমরা এখন একটি হেলথ
রিলেটেড অফার প্রমোট করেছি, আর এই অফার প্রমোট করার সময় যে ইমেইল লিস্ট গুলো আমাদের
কাছে থাকবে পরবর্তীতে আমরা যদি হেলথ রিলেটেড অন্য কোনো অফার প্রমোট করি, তাহলে আমরা
এই ইমেইল লিস্ট ব্যবহার করে সহজেই লিড নিয়ে আসতে পারবো। আশা করি বুঝতে পেরেছেন।
২) ওয়েবসাইট অফার প্রমোট:
CPA মার্কেটিং করার জন্য আমরা যে নিশ সিলেক্ট করবো সেই নিশ রিলেটেড একটি ডোমেইন হোস্টিং নিয়ে ওয়েবসাইট ডেভেলপ করে আমাদের নিশ রিলেটেড আর্টিকেল লিখে পছন্দকৃত অফারটির লিংক আমাদের আর্টিকলে ব্যবহার করে লিড নিয়ে আসা যাবে। আমরা এভাবে কাজ করে ট্রাফিক আনতে পারি আমাদের সাইটে এবং এভাবে আয় করতে পারি।
Best Sellers in Sports, Fitness & Outdoors
RIVER Collection launch: Latest styles from your favourite designers | Made for Amazon | Up to 20% off - Launching on 1st Dec.
Best Sellers in Office Products
Best Sellers in Shoes & Handbags
Best Sellers in Music
Best Sellers in Industrial & Scientific
Best Sellers in Computers & Accessories
Best Sellers in Home & Kitchen
Best Sellers in Kindle Store
Best Sellers in Software
Best Sellers in Video Games
Best Sellers in Watches