আমরা জানি, যখন আমরা আামাদের তৈরি বিভিন্ন প্লটফ্রমে গুগল এডসেন্স(google adsense) এর বিজ্ঞাপন(ads) প্রচার করি তখন কিছু না কিছু টাকা আয় হয় যদি সেখানে ভিজিটর থাকে ।
তো আমাদের মাঝে অনেকেই আছে বিশেষ করে যারা একদমি নতুন তারা অনেকেই জানেই না যে গুগল আসলে ঠিক কত টাকা দেয়।
তাই তারা মাঝেমধ্যেই আমাদের কাছে প্রশ্ন করে থাকে গুগল এডসেন্স(google adsense) আসলে কত টাকা দেয় বা আমি কত টাকা আয় করি গুগল এডসেন্স(google adsense) এর মাধ্যমে। কিংবা প্রতি এক হাজার ভিজিটরের জন্য গুগল এডসেন্স কত টাকা দেয়।
এটার উত্তর আসলে কেউই সঠিকভাবে দিতে পারবে না কারণ এটা অনেক কিছুর উপর নির্ভর করে। তাই সবার আয় সব ক্ষেত্রে সমান হয় না।
তবে আমি আমার পার্সনাল অভিজ্ঞতা থেকে আপনাদেরকে কিছুটা ধারনা দিতে পারি।
ধরুন আপনার একটি ব্লগ সাইট(blog site) রয়েছে এবং সেখানে প্রতিদিন এক হাজার ভিজিটর(visitor) প্রবেশ করে ।
আপনার ব্লগে যদি গুগল এডসেন্স(google adsense) এর বিজ্ঞাপন থাকে তাহলে ধরলাম সেই এক হাজার জন ভিজিটরের মধ্যে ৩০-৫০জন সেই বিজ্ঞাপনে ক্লিক করে থাকে প্রতিদিন।
এখন আমি ধরে নিলাম গড়ে প্রতি ক্লিকে গুগল এডসেন্স আপনাকে 0.2ডলার দিল ।
তাহলে 0.2*30 = 6 ডলার অথবা 0.2*৫০ = 10 ডলার।
তাহলে প্রতিদিন আপনার ইনকাম হচ্ছে ৬ থেকে ১০ ডলার অথাৎ মাসে সেটা দাড়ায় 6*30=180 ডলার থেকে 10*30=300 ডলার।
বাংলা টাকা যা প্রতি মাসে হবে 180*80=১৪,৪০০ টাকা থেকে ২৪,০০০ টাকা পর্যন্ত।
এখানে আমি একটি বাংলা সাইটের প্রতি ১হাজার ভিজিটররে কত আয় হতে পারে সেটা সর্ম্পকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে। তবে এটা যদি ইংরেজি ব্লগসাইট(blogsite) হয় তাহলে এই এমাউন্টা হবে দুই থেকে তিন গুণ বেশি।
এরপর ইউটিউবের কথা বলি ইউটিউবে টাকা খুবই কম দেয় কারণ সেখানে এডগুলো খুবই কম দামি হয়ে থাকে।
তাই ইউটিউবের বাংলা কন্টেন্টের জন্য সাধারণত প্রতি ক্লিকে ০.০০০১থেকে০.৩ ডলার পর্যন্ত দেয় থাকে। তবে ব্লগের তুলনায় ইউটিউবের ভিজিটর অনেক বেশি । তাই মোট হিসেব করলে ইউটিউবেই বেশি ইনকাম । তবে ব্লগেও কোন অংশে কম নয়।
Best Sellers in Sports, Fitness & Outdoors
RIVER Collection launch: Latest styles from your favourite designers | Made for Amazon | Up to 20% off - Launching on 1st Dec.
Best Sellers in Office Products
Best Sellers in Shoes & Handbags
Best Sellers in Music
Best Sellers in Industrial & Scientific
Best Sellers in Computers & Accessories
Best Sellers in Home & Kitchen
Best Sellers in Kindle Store
Best Sellers in Software
Best Sellers in Video Games
Best Sellers in Watches